Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং এটিএম কার্ড সম্পর্কে বিস্তারিত জানুন | Credit card vs Debit card or ATM card full details in Bengali

ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অনেকেই এই শব্দগুলির সাথে নতুন ভাই শব্দগুলি নিয়ে কনফিউসড আজকে এই ব্লগের মাধ্যমে খুবই সহজ বাংলা ভাষায় জানার চেষ্টা করব এই কার্ডগুলোর মধ্যে সাধারণ পার্থক্য এবং তাদের ব্যবহার।
প্রথমেই জানা যাক ক্রেডিট কার্ড সম্পর্কে

ক্রেডিট কার্ড:-

এটি এক ধরনের কার্ড যেটির মাধ্যমে আমরা ব্যাংক থেকে টাকা ঋণ নিতে পারি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা পরিশোধ করতে পারি অর্থাৎ এখানে আমরা আমাদের সঞ্চিত ব্যাংক ব্যালেন্স এর থেকেও বেশি অর্থ খরচ করতে পারি। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই অর্থ পরিষদের জন্য কোন ইন্টারেস্ট দিতে হয় না কিন্তু তার পরবর্তী সময়ে এই অর্থ পরিষদের জন্য একটি চড়াহারের ইন্টারেস্ট দিতে হয়। এটির মাধ্যমে আপনারা নেট ব্যাংকিং অনলাইন শপিং সমস্ত কিছুই করতে পারবেন শুধুমাত্র এটি থেকে আপনার এটিএম থেকে টাকা বের করতে পারবেনা পারলেও টাকা বের করার জন্য সেখানে আপনাকে চড়া হারের প্ল্যানটি দিতে হতে পারে। তবে ক্রেডিট কার্ড সবাই পায়না বিশেষ কিছু শর্তসাপেক্ষে এই কার্ড পাওয়া যায়। ব্যাংক সর্বপ্রথম দেখে আপনি তাদের কাছ থেকে এই টাকার ঋণটা নিলেন সেটি পরিশোধ করতে পারবেন কিনা।

ডেবিট কার্ড:-

এটির মাধ্যমে আপনি আপনার ব্যাংকে সঞ্চিত অর্থ খরচ করতে পারবেন নেট ব্যাঙ্কিং বা অন্যান্য পরিষেবার মাধ্যমে। মূলত ডেবিট কার্ড একটি ATM কার্ড যেটির মাধ্যমে আপনারা যেকোনো এটিএম মেশিন থেকে খুব অনায়াসেই টাকা তুলতে পারবেন। Debit card এবং ATM card এর মধ্যে পার্থক্য খুবই সামান্য ডেবিট কার্ডের মাধ্যমে আপনি এটিএম থেকে টাকা তুলতেও পারবেন এবং নেট ব্যাংকিং বা অনলাইন পেমেন্ট করতে পারবেন কিন্তু এটিএম কার্ডের মাধ্যমে আপনি শুধুমাত্র এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন। ডেবিট কার্ডটি সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ পেতে পারেন।

আরেকটি নতুন শব্দের সাথেও আপনারা হয়তো পরিচিত হয়ে থাকবেন সেটি হচ্ছে প্লাস্টিক মানি
চলুন যারা যাকে এই প্লাস্টিক মানে এই জিনিসটা কি 
এই সমস্ত কার্ডের মাধ্যমে যে সমস্ত অর্থ সরবরাহ হয় অর্থাৎ যে অর্থ আমরা আমাদের হাতে পাই না কিন্তু আমাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে সেই অর্থ ইউজ করি এই সমস্ত প্লাস্টিক কাঠের মাধ্যমে সেই money কে প্লাস্টিক money বলা হয়।


আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন আপনাদের ক্রেডিট কার্ড বা devit কার্ডের গায়ে লেখা আছে VISA,RUPAY কিংবা MASTER CARD চলুন জানা যাক এগুলো কি।
আপনি আপনার এটিএম কার্ড অর্থাৎ ডেবিট কার্ডের মাধ্যমে যে কোন ব্যাংকের এটিএম থেকেই অর্থ তুলতে পারেন কোনদিন কি ভেবে দেখেছেন এটা কিভাবে সম্ভব হচ্ছে?

 মনে করুন আপনি SBI ব্যাংকে একাউন্ট খুলেছেন কিন্তু আপনি আপনার অর্থ তুলতে পারছেন Canara ব্যাংকের এটিএম থেকে এটি কিভাবে সম্ভব হচ্ছে..
এই কাজটি করতেই সাহায্য করে VISA, RUPAY কিংবা MASTER CARD। কোন ব্যাংক তার তথ্য সরাসরি অপর ব্যাংক এর সাথে আদান প্রদান করে না কারণ কোন ব্যাংক যদি তার সমস্ত গ্রাহকের তথ্য ওপর ব্যাংকে দিয়ে দেয় তাহলে সেই ব্যাংক তার সমস্ত গ্রাহককে নিজের ব্যাংকের গ্রাহক করে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই সমস্ত ব্যাংক তাদের গ্রাহকদের তথ্য এই সমস্ত সংস্থার কাছে দেয় কিন্তু এই সমস্ত সংস্থা অন্য কোন ব্যাংকের সাথে এই তথ্য শেয়ার করে না।
VISA কিংবা MASTER CARD ইন্টারন্যাশনাল কার্ড অন্যদিকে Rupay ন্যাশনাল কার্ড Rupay platinum ইন্টারন্যাশনাল কার্ড। 
এই সমস্ত সংস্থা কিভাবে ইনকাম করে এই সমস্ত সংস্থা ব্যাংক থেকে  প্রত্যেক কাস্টমারের জন্য কিছু সংখ্যক কমিশন নেয়। যেটাই বছরের শেষে ব্যাংক আমাদের একাউন্ট থেকে কেটে নেয়।

আশা করি আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং এটিএম কার্ড নিয়ে সমস্ত কনফিউশন দূর হয়েছে 
ব্লগটি পড়ে আপনার কেমন লাগলো একটি ফিডব্যাক এর মাধ্যমে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টও করতে পারেন।


READ MORE:

Post a Comment

0 Comments