আপনার জিমেইল একাউন্টের Manage your Gmail account এর সিকিউরিটি section এ গিয়ে আপনি কি হতভম্ব হয়ে গেছেন।
সেখানে গিয়ে কি আপনি দেখতে পেয়েছেন আপনার জিমেইল অ্যাকাউন্ট আপনার ডিভাইস ছাড়াও কিছু অপরিচিত ডিভাইসের অটোমেটিক্যালি লগইন হয়ে বসে আছে। তাহলে আপনার জন্যই এই ব্লগ টি লেখা।
Activity from device of unknown type issue in Gmail |
আপনাদের মনে আসা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত এই ব্লগ টি লেখা। চলো স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক জিমেল সঙ্কান্ত এই প্রবলেম (activity from device of unknown type issue in Gmail) কেন আমাদের ফেস করতে হচ্ছে? এর কারণ কি আর সমাধান টাই বা কি?
Activity From Device of Unknown Type issue in Gmail :
যদি আপনিও লক্ষ্য করে থাকেন যে আপনার জিমেইল অ্যাকাউন্ট টি আপনার ডিভাইস ছাড়াও অটোমেটিক্যালি আরো অন্যান্য সমস্ত ডিভাইসে লগইন হয়ে আছে কিন্তু আপনি সেই সমস্ত ডিভাইসে কোনদিনও লগইন করেন নি বা আপনি কারোর সাথে পাসওয়ার্ড এবং জিমেইল আইডি শেয়ার করেননি কিন্তু তারপরেও আপনাকে গুগোল দেখাচ্ছে আপনার জিমেইল একাউন্ট টি লগইন হয়ে আছে অপর একটি ডিভাইসে যেটি আপনি দেখতে পেয়েছেন আপনার জিমেইল একাউন্টের সিকিউরিটি সেকশন গিয়ে।
এই বিষয়টি সবথেকে মজাদার 😂 হয়ে ওঠে যখন আপনার ফোনে তে টু স্টেপ ভেরিফিকেশন অন থাকা সত্বেও গুগল আপনাকে আপনার ওই জিমেইল একাউন্টের সিকিউরিটি সেকশনে যাবার পর শো করে আপনার জিমেইল অ্যাকাউন্টটি আপনার ডিভাইস ছাড়াও activity from device of unknown type এ লগইন হয়ে আছে।
এখন প্রশ্ন সবই তো বুঝলাম কিন্তু গুগোল তো স্পষ্ট ভাবেই আমাদের দেখাচ্ছে আমাদের যে সমস্ত ডিভাইসে এই জিমেইল অ্যাকাউন্ট টি লগইন আছে তাদের লিস্ট।
তবে কি গুগলের সার্ভার হ্যাক হয়ে গেল ?
আমাদের সব পার্সোনাল তথ্য কি তবে চলে গেল অন্য কোন হ্যাকিং গ্রুপ বা সংস্থার কাছে?
না না এমনটা কিছুই হয়নি, আমি আপনি এবং অন্য সমস্ত লোক যারা এই প্রবলেমটা ফেস করেছি তাদের সাথে। তবে কি হল?
আসলে এটা একটা গুগলের সিস্টেম error বলতে পারেন এক কথায়। আরো ভালোভাবে বললে এটা গুগলের লোকেশন সার্ভিস সংক্রান্ত সমস্যা।
গুগলের লোকেশন সিস্টেম আপনার ডিভাইসটিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছেনা যার ফলে আপনাকে আপনার ওই জিমেইল অ্যাকাউন্ট টি লগইন হয়ে আছে অন্য কোন unknown ডিভাইসে এমনটা শো করছে।
ভালোভাবে যদি একটু লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন গুগল আপনাকে যে ডিভাইসে এই জিমেইল অ্যাকাউন্ট টি লগইন আছে এমনটা শো করছে সেই ডিভাইসএর কোন নাম নেই গুগোল সে ক্ষেত্রে আপনাকে শো করছে ডিভাইসটির নাম unknown ডিভাইস।
সাধারণত যে কোন ডিভাইসে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করার পর আমরা সেই ডিভাইসের নাম তার আইপি এড্রেস এবং লোকেশন জানতে পারি।
কিন্তু এক্ষেত্রে আমরা সেরকম কিছুই দেখতে পায় না বললেই চলে।
তাই আমি এই প্রবলেমটি ফেস করার পর কিছু রিসার্চের মাধ্যমে এই সিদ্ধান্তেই এসেছি যে এটি একটি গুগলের লোকেশন সংক্রান্ত ত্রুটির কারণ। যেখানে গুগোল আপনার ডিভাইসটিকে বিভিন্ন লোকেশনে বিভিন্ন ডিভাইস হিসেবে ধরছে যার ফলে এই রকম প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে।
Activity From Device of Unknown Type issue থেকে কিভাবে মুক্তি পাব :
আগেই বললাম এটি গুগলের লোকেশন সংক্রান্ত একটি ত্রুটি। তাই অযথা এটিকে নিয়ে ভয় পাওয়ার কোন দরকার আছে বলে আমার মনে হয় না।
কিন্তু তারপরেও একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই যায়।
যদি আপনি আপনার পার্সোনাল তথ্য নিয়ে খুবই কেয়ারফুল হন এবং আপনি চান না আপনি ছাড়া আপনার জিমেইল অ্যাকাউন্ট কেউ অ্যাক্সেস করতে পারুক।
তাহলে আপনি নিম্নলিখিত স্টেপ গুলি ফলো করতে পারেন।
1. জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি স্ট্রং ভাবে তৈরি করা। যাতে সহজে কেউ সেটিকে ধরতে না পারে।
2. জিমেইল একাউন্টের সাথে রিকভারি ফোন এবং জিমেইল এড্রেস অ্যাড করে রাখা।
যার ফলে আপনার ভুলবশত কোন কারনে অন্য কেউ আপনার জিমেইল একাউন্টের অ্যাক্সেস পেলেও আপনি সিটিকে রিকভারি করতে পারেন এবং আপনার জিমেইল অ্যাকাউন্ট থেকে ওই ইউজারের এক্সেস বন্ধ করতে পারেন।
3. যদি আপনার জি-মেইল অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ হয় এবং বিজনেস এর সাথে যুক্ত একাউন্ট হয় যেখানে আপনার জিমেইল একাউন্টের সাথে আপনার আর্নিং করা টাকার সম্পর্ক রয়েছে। সে ক্ষেত্রে অতি অবশ্যই আপনার জি-মেইল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখুন। যার ফলে আপনার জিমেইল আইডি এবং তার পাসওয়ার্ড কেউ জেনে ফেললেও সে আপনার ওই জিমেইল একাউন্টে কে তার নিজের ডিভাইসে লগ ইন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার ফোনে আসা ওটিপি নাম্বার টি সে
জানতে না পারে।
তাই এই সংক্রান্ত প্রবলেম নিয়ে আর অযথা ভয় না পেয়ে এই স্টেপ গুলি আপনার জিমেইল একাউন্টে এপ্লাই করে তাকে সুরক্ষা প্রদান করুন।
এই সংক্রান্ত কারোর মনে আর কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই রকম বিভিন্ন তথ্য জানতে টেকনিক্যাল এল্ডার ভাই ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট এর পাশে থাকবেন। 🙏
0 Comments