Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

How to use Microsoft word in your Android phone.(কম্পিউটারের সব কাজ হবে এবার মোবাইলে! মাইক্রোসফট ওয়ার্ড এবার ব্যবহার করা যাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে)






মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word)আমরা সাধারণত কম্পিউটারে ইউজ করে থাকি । কিন্তু  এটি আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও ইউজ করা যায়। মাইক্রোসফ্ট ওয়ার্ডের ফোন ভার্সনটি ব্যবহার করে।
What is Microsoft Word? (মাইক্রোসফট ওয়ার্ড কি?) 
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত লেখালেখির কাজ যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার এর মাধ্যমে হয়ে থাকে সেটি হল মাইক্রোসফট ওয়ার্ড। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা সমস্ত রকমের লেখালেখির কাজ, কারো সম্পর্কে বায়ো-ডাটা সমস্ত কিছুই লিখতে পারি।



লেখালেখির জন্য বহুকাল থেকে এখনো পর্যন্ত মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়ার্ড একটি জনপ্রিয় সফটওয়্যার।
How to use Microsoft Word (মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন?)
প্রথমে কম্পিউটারের সাহায্যে কেবলমাত্র মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করা যেত কিন্তু বর্তমানে এটি ফোনের সাহায্যে ও ইউজ করা যায়।
কম্পিউটারে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ইন্সটল করবেন:- আপনি যদি কম্পিউটারে মাইক্রোসফ্ট ওয়ার্ডে র উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনি উইন্ডোজ এর সাথে এটি ইনস্টল অবস্থায় পেয়ে যাবেন। অন্যথায় মাইক্রোসফট ওয়ার্ড এর অফিশিয়াল ওয়েব পেজে গিয়ে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।
এন্ড্রয়েড ফোনে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করবেন:- এন্ড্রয়েড ফোনে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন।এবং সেখানে সার্চ করবেন এমএস ওয়ার্ড(Ms-word) বা মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word)। তারপর সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফোনের ভার্সন টি ইন্সটল করে নিবেন।
আপনাদের সুবিধার্থে , আমি নিচে লিঙ্ক দিলাম সেখান থেকে আপনারা সরাসরি মাইক্রোসফ্ট ওয়ার্ড টিকে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে পারবেন 
Link:-https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.word 
আজকের আমার এই ব্লগটি হতে চলেছে মূলত মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ফোনের সাহায্যে একজন প্রফেশনাল মাইক্রোসফ্ট ইউজার এর মত ইউজ করা যায় এই বিষয়টি নিয়ে। কম্পিউটারের সাহায্যে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ব্যবহার করা যায় এই নিয়ে অনেক ভিডিও টিউটোরিয়াল আছে কিন্তু ফোনের সাহায্যে সঠিকভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার টিউটোরিয়াল এর সংখ্যা অত্যন্ত কম কয়েকটি হাতে গোণা। আপনি যদি কম্পিউটারের সাহায্যে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তবুও এই ব্লগ টি পড়ে রাখুন কারণ ভবিষ্যতে কোনদিন আপনার দরকারী সময়ে কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও আপনি ফোনের সাহায্যে মাইক্রোসফট ওয়ার্ড  ইউজ করতে পারবেন। 
মাইক্রোসফ্ট ওয়ার্ড ব্যবহার করার জন্য কিভাবে ফোনের সাহায্যে অ্যাকাউন্ট খুলবেন?
গুগল প্লে স্টোর থেকে মাইক্রোসফট ওয়ার্ড ইন্সটল করার পর, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করার জন্য একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। 
মাইক্রোসফ্ট ওয়ার্ডে একাউন্ট দু ভাব এ খোলা যেতে পারে। মোবাইল ফোন নাম্বার এবং ইমেইল এড্রেস এর মাধ্যমে।মোবাইল ফোন বা ইমেইল এড্রেস দেওয়ার পর মাইক্রোসফট অফিস থেকে একটি ওটিপি (one time password) নাম্বার আপনার ফোনে পাঠানো হবে।ওটিপি নাম্বার টি ভেরিফাই করার পরেই আপনার মাইক্রোসফ্ট ওয়ার্ডে একাউন্ট খুলে যাবে।
মাইক্রোসফ্ট ওয়ার্ডে ডকুমেন্ট কিভাবে তৈরি করবেন?
ফোনের সাহায্য মাইক্রোসফ্ট ওয়ার্ডে একাউন্ট খোলার পর কিভাবে একটি ডকুমেন্ট তৈরি করবেন।মাইক্রোসফ্ট ওয়ার্ডে ডকুমেন্ট বা লেখালেখি করার জন্য প্রথমে টপ বারে থাকা প্লাস আইকন (+) টিতে ক্লিক করতে হবে।
এরপর এখানেে অনেকগুলিি টাইপের work page পেয়ে়ে যাবেন। আপনারা নিজেদের পছন্দমতোো যে কোন একটি বেছে নেবেন। এরপর পেেজে টাইপ করার জন্য
উপরের পেন আইকনে ক্লিক করুন। এরপর আপনি  আপনি যা লিখতে চান এই পেজের মধ্যেযে লিখুন। লেখা শুরু করার আগে পেজটির সাইজ অবশ্যই A4 সাইজ সিলেক্টটট করে নেবেন।
পেজের সাইজ কিভাবে সিলেক্ট করবেন?
পেজের সাইজ সিলেক্ট করার জন্য নিচের স্টেপ গলো ফলো করুন।
ছবিতে দেখানো নির্দেশিত অংশে ক্লিক করুন । এরপর এখানে থাকা Home অপশনে ক্লিক করুন।এরপর Layout যে যান। সেখান থেকে size এ গিয়ে A4 অপশনটি সিলেক্ট্ট করুন।
লেখালেখির ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করবেন?
চিত্তে্ নির্দেশিত অংশে ক্লিক করুন । এবার আপনিি দেখতে পাবেন এখানেে আপনার ফনট সাইজ এর পাশে কিছু সংখ্যক সংখ্যা লেখা আছে। এরপর ওখানে ক্লিক করুন।
এবং আপনার পছন্দমত ফন্ট সাইজ সিলেক্ট করুন।
ঠিক একইভাবে আপনার সিলেক্টট করা ফন্ট স্টাইল এর উপর ক্লিক করে মাইক্রোসফ্ট অফিস থেকে দেওয়া বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন।
 
কোন লেখাকে বোল্ড ,ইটালিক, আন্ডার লাইন কিভাবে করবেন?
কোন লেখাকে বোল্ড (Bold)করার জন্য B ইটালিক(italic) করার জন্য I,এবং আন্ডারলাইন (underline)করার জন্য U এতে ক্লিক করুন।
কোন লেখাকে হাইলাইট করবেন কিভাবে?
কোন লেখাকে হাইলাইট করার জন্য প্রথমে সেই লেখাটিকে সিলেক্ট করার পর (লং প্রেস করে ধরে থাকুন) হাইলাইট অপশনে গিয়ে কালার সিলেক্ট করুন।
কোন লেখার ফন্ট কালার চেঞ্জ করবেন কিভাবে ?
কোন লেখার ফন্ট কালার চেঞ্জ করার জন্য ওই লেখাটিকে সিলেক্ট করার পর ফন্ট কালার অফশানে গিয়ে কালার সিলেক্ট করুন।
Pointing করার জন্য কিভাবে বুলেট বা নাম্বারিং ইউজ করবেন ?
মাইক্রোসফ্ট ওয়ার্ডে দ্রুততার সঙ্গে কাজ করার জন্য কিছু সিক্রেট কমান্ডের প্রয়োজন হয়। সিক্রেট কমেন্টগুলি হতে পারে বুলেট অপশন এনেবেল করার কমান্ড অথবা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তৈরি করার কমান্ড। আবার কিছু ইমোজি তৈরি করার ও সিক্রেট কমান্ড আছে। ধাপে ধাপে আমরা এই ব্লগের মাধ্যমে সমস্ত কমান্ডগুলি নিয়ে আলোচনা করব।
স্টুডেন্টদের নোটস প্রস্তুতির জন্য অথবা কোন কিছু নাম্বারিং করে লেখার জন্য নাম্বারিং বা বুলেট এর প্রয়োজন হয়। মাইক্রোসফ্ট ওয়ার্ডের নাম্বারিং এটির ব্যবহার সাধারণত দুভাবে ব্যবহার করা যেতে পারে একটি হচ্ছে বুলেট বা নাম্বারিং এর সিক্রেট কমান্ড ব্যবহার করে। আরেকটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সরাসরি বুলেট বা নাম্বারিং অপশনটিকে এনেবেল করে।



বুলেট ব্যবহারের সিক্রেট কমান্ড গুলি নিম্নরূপ।
মাইক্রোসফট ওয়ার্ড ইউজারদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড কর্তিক অনেক গুলি বুলেট অপশন ব্যবহার করার জন্য দেওয়া আছে।
1.বৃত্তাকার বুলেট এটি ব্যবহার করার জন্য আপনারা ফোনের কিবোর্ড থেকে প্রেস করুন *এরপর space key প্রেস করে (*+ space key)।( বিশেষ দ্রষ্টব্য:-ফোনের সাহায্যে মাইক্রোসফ্ট ওয়ার্ড ইউজ করলে space key ব্যবহার করুন। পিসি বা ল্যাপটপ ইউজ করলে space key এর বদলে 
2. অ্যারো বুলেট তৈরি করার জন্য প্রেস করুন = এবং > এবার space key প্রেস করুন (= + >)।
3. আরেকটি অন্য ধরনের অ্যারো বুলেট ব্যবহার করার জন্য প্রেস করুন >এবং space key (>+ space key)
মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করার মত এরকম অনেকগুলি বুলেট আছে সেগুলি আপনাদের আমি প্রাক্টিক্যালি দেখানোর জন্য একটি ভিডিও নিচে দিলাম।
মাইক্রোসফ্ট ওয়ার্ডে নাম্বারিং করার জন্য ও এরকম কিছু সিক্রেট কমান্ড আছে । সেগুলি জানার জন্য প্রদত্ত ভিডিওটি দেখুন।
বুলেট ব্যবহারের দ্বিতীয় পদ্ধতি হলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি বুলেট এবং নাম্বারিং অপশনটিকে এনাবেল করে। এটি জানার জন্য নিম্নরূপ স্ক্রিনশট ফলো করুন।
সিক্রেট কমান্ড এর মাধ্যমে ইমোজি তৈরি:-
হ্যাপি স্মাইল 🙂 ইমোজি টি তৈরি করার জন্য প্রেস করুন কোলন এবং ক্লোজ ব্যাকেট ( :+) )।
স্যাড স্মাইল ইমোজি তৈরি করার জন্য প্রেস করুন কোলন এবং ওপেন ব্যাকেট ( :+( )।
প্র্যাকটিক্যালি বিষয়টি উপলব্ধি করতে প্রদত্ত ভিডিওটি দেখুন।
©,®,™ এর সিক্রেট কমান্ড : কোন লেখার উপর copy right এর সিম্বল দেওয়ার জন্য প্রেস করুন ওপেন bracket এবং c এবং ক্লোজ bracket।
উদাহরণ: -Technical Elder Vai ©
কোন লেখার উপর registration এর সিম্বল দেওয়ার জন্য প্রেস করুন ওপেন bracket R এবং ক্লোজ bracket।
উদাহরণ: -Technical Elder Vai®
কোন লেখার উপর trademark symbol, এর সিম্বল দেওয়ার জন্য প্রেস করুন ওপেন bracket tm এবং ক্লোজ bracket।
উদাহরণ: -Technical Elder Vai™
Microsoft Word এর Table তৈরীর সিক্রেট কমান্ড:- 
   

মাইক্রোসফ্ট ওয়ার্ডে ছক বন্ধি করন আকারে কিছু লেখার জন্য টেবিলের প্রয়োজন হয়। টেবিল তৈরির সিক্রেট কমান্ডটি ব্যবহার করার জন্য প্রেস করুন +এরপর কিছু - আবার +এবং আবার কিছু - এরপর Enter key প্রেস করুন এখন একটি টেবিল তৈরি হয়ে গেছে তাই না।
মাইক্রোসফ্ট ওয়ার্ডে টেবিল আরেকটি জায়গা থেকেও তৈরি করা যেতে পারে insert গিয়ে table অপশনটির মাধ্যমে। প্রদত্ত স্ক্রিনশট টি ফলো করুন। 








Post a Comment

0 Comments